Free Fire Unban Bangladesh 2022: ফ্রি ফায়ার আনবেন কবে হবে
কবে আনবেন হবে ফ্রি ফায়ার। এই প্রশ্নটি সবার মনে, আজকে আমি আপনাদেরকে জানাবো কবে ফ্রিয়ার আনবেন হবে। আর নতুন একটি নিউজ রয়েছে সবার জন্য সেটা হচ্ছে, বাংলাদেশ সার্ভারের সাথে যোগ করা হচ্ছে নেপালকে। খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভারের সাথে নেপাল যোগ হয়ে যাবে। তাহলে জানা যাক নেপাল কখন বাংলাদেশ সার্ভারে টান্সপার হবে।
জানা গেছে আসছে আগমী মার্চ নেপালকে বাংলাদেশ সার্ভারে যোগ করা হবে। মার্চ মাসের 21 তারিখে নেপাল বাংলাদেশ সার্ভারে যোগ হবে। 21 মার্চ আপডেটের সাথে সাথেই নেপালকে বাংলাদেশ রিজিয়নে যুক্ত করা হবে।
নেপাল প্লেয়ারদেরকে যখনি বাংলাদেশ সার্ভারে যোগ করা হবে তখনি কিন্তু আমাদের পিং সমস্যা এবং আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে নেপালকে বাংলাদেশ সার্ভারে আনার পর ফ্রি ফায়ার বাংলাদেশি প্লেয়ারদে জন্য বড় ধরনের রিডিম কোড রাখবে। এই খবরটা ফ্রি ফায়ার এর পক্ষ থেকে আমি জানতে পেরেছি।
হঠাৎ করে নেপাল প্লেয়াররা কেন বাংলাদেশের সার্ভারে আসতে চাচ্ছে বা কেন তাদেরকে বাংলাদেশের সার্ভারে আনা হচ্ছে, তারা চাইলে আরো আগে ও আসতে পারতো , এখন কেন বাংলাদেশে সার্ভারে নেপাল আসতেছে, এর একটি কারণ হচ্ছে ইন্ডিয়াতে ফ্রী ফায়ার টোটালি ব্যান করে দেয়া হয়েছে।
এজন্য নেপাল সার্ভারকে বাংলাদেশি সার্ভারের সাথে মাইগ্রেট করা হচ্ছে। ইন্ডিয়া ফ্রী ফায়ার টোটালি বন্ধ করে দিয়েছে । প্লে স্টোরে ফ্রী ফায়ার পাওয়া যাচ্ছে না আপল স্টরেও ফ্রী ফায়ার অ্যাপস খুঁজে পাওয়া যাচ্ছে না । তো এখন পুরোপুরিভাবেই ইন্ডিয়াতে ফ্রী ফায়ার বন্ধ। তাই নেপাল কে বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করা হচ্ছে।
তো অনেকেই বলতে পারেন এটি একটি গুজব । আসলে যারা না জানেন না তারা হয়তো বা বলতে পারেন এটি গুজব। কিন্তু এটা সত্যি ঘটনা আপনারা চাইলে যাচাই-বাছাই করে দেখতে পারেন।