২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশের যৌথ প্রযোজনায়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটা ফুটবল বিশ্বকাপ ইতিহাসে চমকপ্রদ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। ২০২৬ সালে মোট 48 টা দল খেলতে অংশগ্রহণ করবে। ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ দল অংশগ্রহণ করবে এই ওয়ার্ল্ডকাপে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।
ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় খেলার শেষে ফ্রান্স ও আর্জেন্টিনার ফলাফল ছিল ৩-৩। যার জেরে পেনাল্টি শ্যুটআউটে খেলার ভাগ্য নির্ধারিত হয়। আর তাতে ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় খেলার শেষে ফ্রান্স ও আর্জেন্টিনার ফলাফল ছিল ৩-৩। যার জেরে পেনাল্টি শ্যুটআউটে খেলার ভাগ্য নির্ধারিত হয়। ফ্রান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা।
এবার মেসিকে নিয়ে নতুন আরেক তথ্য সামনে আনলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার হোর্হে ভালদানো। তিনি জানিয়েছেন, মেসি নাকি পরের বিশ্বকাপেও খেলতে পারেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। শুধু জানিয়েছেন, ক্যামেরার বাইরে মেসিকে করা এক প্রশ্ন শেষে তিনি জানতে পেরেছেন, ২০২৬ সালে অনুষ্ঠেয় কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বিশ্বকাপেও দেখা যেতে পারে আর্জেন্টাইন এই সুপারস্টারকে।
আরো পড়ুন: ফ্রি ফায়ার হেড শট হ্যাক 2023
২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ। আর্জেন্টিনার ফুটবলাররা যাঁরা বিশ্ব জয়ের স্বাদ পেয়েছেন মেসির দাপটে তাঁরা প্রত্যেকেই চান ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত খেলুক মেসি। এবং গোটা দল সেই জন্য মেসিকে জোরও করছেন। এমনটাই জানালেন তাঁর দলের সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কাতার বিশ্বকাপে সর্বকনিষ্ঠ কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ৪৪ বছর বয়সী এই কোচ আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ-খরা ঘুচিয়েছেন। তাঁর মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গেছেন আর্জেন্টিনার ১৯ খেলোয়াড়।
আরো পড়ুন: 2023 সালের আইপিএল খেলার সবগুলো ম্যাচ দেখার উপায়
এটাই তাঁদের প্রথম বিশ্বকাপ-অভিজ্ঞতা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, এই দলকে ভিত হিসেবে দেখেই নাকি ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অঙ্ক কষবে আর্জেন্টিনা। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
2026 ফিফা বিশ্বকাপ যেভাবে লাইভ দেখবেন
যে সব চ্যানেলে 2026 সালের ফিফা বিশ্বকাপ খেলা লাইভ দেখা যাবে তার একটি লিস্ট দেয়া হলো। অন্য কোনো উপায়ে ফিফা বিশ্বকাপ খেলা লাইভ দেখতে না পারলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে ফিফা বিশ্বকাপ এর সবগুলো ম্যাচ সরাসরি দেখতে পারবেন। বিভিন্ন দেশ থেকে ফিফা বিশ্বকাপ খেলা দেখা যাবে।
Fifa World Cup 2026 Streaming Channel List | Country |
Start Sports | India |
hotstar ipl live | India |
Channel9 | Bangladesh |
FOX Sports | Australia |
Star Cricket | Srilanka |
Willow TV | USA |
LEMAR | Afganisthan |
Super tv | Pakistan |
now tv ipl | Hong Kong |
beiN Sports | UAE |
SKY Sports | New Zealand |
Flow Sports | Caribbean |