শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় খেলা আইপিএল। অনেকেই জানতে চাচ্ছেন আইপিএল খেলা কবে থেকে শুরু হবে। আইপিএল খেলা কবে হবে তা নিয়ে দর্শকদের মনে চলছে জল্পনা কল্পনা। আপনি যদি খুজে থাকেন 2023 সালের আইপিএল খেলা কয় তারিখে হবে এবং কিভাবে আইপিএল খেলা দেখব, তাহলে আপনি সঠিক জায়গা এসছেন। চলুন তাহলে জেনে নিন আইপিএল লাইভ কিভাবে দেখব এবং আইপিএল খেলার সময়সূচী 2023।
আইপিএল খেলার সময় সূচী 2023
২০২৩ সালের আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ২০২৩। আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে ২০২৩ এ। বলা যায় এক টানা দুইমাস চলতে থাকবে এবারের আইপিএল খেলাগুলো। ২০২৩ আইপিএলে পূর্বের ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ গুলি।
আইপিএল খেলা লাইভ স্কোর
জনপ্রিয় আইপিএল খেলা কেউ মিস করতে চায় না। আজকের আইপিএল খেলার লাইভ স্কোর যেভাবে দেখতে পারবেন। আইপিএল খেলা লাইভ 2023 দেখুন এইখানে। আপনি যদি আইপিএল খেলা লাইভ সরাসরি দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের লিংক থেকে দেখতে পারবেন । IPL Live Stream Online 2023 দেখতে নিচের গেট লিংকে ক্লিক করলেই দেখা যাবে ।
আইপিএল খেলা দেখার চ্যানেল
যে সব চ্যানেলে 2023 সালের আইপিএল খেলা লাইভ দেখা যাবে তার একটি লিস্ট দেয়া হলো। অন্য কোনো উপায়ে আইপিএল খেলা লাইভ দেখতে না পারলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে আইপিএল এর সবগুলো ম্যাচ সরাসরি দেখতে পারবেন। বিভিন্ন দেশ থেকে আইপিএল খেলা দেখা যাবে।
IPL Streaming Channel List | Country |
Start Sports | India |
hotstar ipl live | India |
Channel9 | Bangladesh |
FOX Sports | Australia |
Star Cricket | Srilanka |
Willow TV | USA |
LEMAR | Afganisthan |
Super tv | Pakistan |
now tv ipl | Hong Kong |
beiN Sports | UAE |
SKY Sports | New Zealand |
Flow Sports | Caribbean |