বিপিএল টুর্নামেন্টে কোন দল কতবার কাপ নিয়েছে?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রতিবছর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু করা হয় । 2023 সাল পর্যন্ত বিপিএলের নবম আসর পর্যন্ত আয়োজন করা হয়েছে । বিপিএলে কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ আয়োজন শুরু থেকে এখন পর্যন্ত কতবার কোন দল বিপিএলে কাপ নিয়েছে তো চলুন শুরু করা যাক।
বিপিএল প্রথম আসর 2012
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রথম আসর আয়োজন করা হয় 2012 সালের 10 ফেব্রুয়ারি । এতে 6 টি দল অংশগ্রহণ করেন ও সর্বমোট 35 টা ম্যাচ হয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলে ফাইনালে উঠে ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম বরিশাল বার্নার্স ফাইনালে বরিশাল কে হারিয়ে বিপিএলের প্রথম আসরে প্রথম বারের মত শিরোপা জেতেন ঢাকা ।
বিপিএল দ্বিতীয় আসর 2013
বিপিএলের তৃতীয় আসর শুরু হয় 2013 সালে প্রথমবারের মতো আয়োজন করে বিসিবি । দ্বিতীয় আসরে একটি দল বৃদ্ধি পায়। শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল।
ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগাং কিংস প্রথমবার বিপিএলে ফাইনালে ওঠা চিটাগাং কিংস কে 43 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় ঢাকা ।
বিপিএল 2015
2015 সালের 22 নভেম্বর শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর । যেখানে প্রথম আসরের মত 6 টি দল অংশগ্রহণ করে । পরে বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স । ফাইনালে বরিশাল বুলস কে 3 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পীয়ন হয়।
বিপিএল চতুর্থ 2016
বিপিএলের চতুর্থ আসর আয়োজন করা হয় 2016 সালে। যা নামকরণ করা হয় বিকেস । বিপিএল ফাইনালে রাজশাহী কিংস 159 রানের পাহাড় সমান টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটসকে। কিন্তু তারা 103 রানে অলআউট হয়ে যায় পরে বিপিএল ফাইনালে 56 রানের সহজ জয় পায় ঢাকা ।
বিপিএল পঞ্চম আসর 2017
বাংলাদেশের পেশালীগের পঞ্চম আসর শুরু হয় 2017 সালে । সার্টিফাইড দলকে নিয়ে সর্বমোট 46 টি ম্যাচ খেলার পরে চ্যাম্পিয়ন লিস্ট যায় রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। পঞ্চম আসরে ফাইনালে ঢাকা ডায়নামাইটস এ 57 রানে পরাজিত করে রংপুর রাইডার্সকে ।
বিপিএল 2019
2019 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আস শুরু হয় । ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ফাইনালে পা রাখে। ফাইনালে ঢাকা ডায়নামাইটস 17 রানে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দ্বিতীয়বারের মতো জিতে নেয় বিপিএল ট্রফি।
বিপিএল সপ্তম আসর 2019
20 শতাংশ বাংলাদেশে পেশাদার লিগের নাম রাখা হয় বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ । বিপিএল 2019 সালের 11 ডিসেম্বর শুরু হয়। বিপিএলের সপ্তম আসর যা 2020 সালের 17 জানুয়ারি শেষ হয়। প্রথমবার আর্টিফাইসের দলকে নিয়ে খেলে এসময় ফাইনালে রাজশাহীর 171 রানের ঝড় উঠে।
খুলনা টাইগার্স কিছু করতে না পারায় রাজশাহীর রয়েলস 21 রানে বিপিএল ট্রফি জিতে নেয় ।
বিপিএল অষ্টম আসর 2022
2021 সালে শুরু হওয়ার কথা ছিল পেশাদারী লিগ বিপিএল । কিন্তু কোভিড নাইনটিন এর কারণে তা অনুষ্ঠিত হয়নি। তাই 2022 সালে আয়োজন করা হয় বিপিএলের অষ্টম আসর । এই আসরে 34 টি ম্যাচ খেলে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে এক রানি হারে সাকিবের দল । কুমিল্লা মোট তিনবার শিরোপা জিতে।
সবশেষে বিপিএলের নবম আসর শুরু হবে 5 এ জানুয়ারি 2023 সালে। প্রিয় দর্শক এবারের বিপিএলে আপনি কোন দলকে সমর্থন করছেন ।