বিপিএল টিকেট এর দাম কত? বিপিএল টিকেট কোথায় থেকে কিনবেন?

বিপিএল টিকেট এর দাম কত? বিপিএল টিকেট কোথায় থেকে কিনবেন?

BPL Ticket Price 2023


এক ঢিলে দুই পাখি মারতে না পারলেও এক টিকেটে দেখতে পারবেন দুই খেলা। বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি । প্রথমদিনের দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে বুধবার থেকেই । সর্বনিম্ন 200 টাকা মূল্যে পাওয়া যাবে বিপিএলের টিকেট । বন্ধুবান্ধব ও পরিবারের সাথে ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের সাধ্যের মধ্যে সবটুকু সুখ দেওয়ার চেষ্টা বিসিবি’র । দর্শকরা তাদের স্বার্থ অনুযায়ী বিপিএলের টিকেট কিনতে পারবেন । 

ম্যাচ শুরু হওয়ার আগে অথবা ম্যাচ চলাকালীন সময়ে সর্বোচ্চ 1500 টাকা রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড এর টিকিটের মূল্য। ভিআইপি বসে দেখার জন্য খরচ হবে 1000 টাকা। ক্লাব হাউজ অর্থাৎ শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড এর টিকিটের মূল্য 500 টাকা। এছাড়া বিপিএলের প্রতিটি ম্যাচ দেখার জন্য নূন্যতম 200 টাকা গুনতে হবে দর্শকদের

দর্শক চাহিদার উপর নির্ভর করে ম্যাচের দিন ও বিক্রি হবে বিপিএলের টিকেট। প্রতিদিন সকাল 9 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত বুথ থেকে টিকেট কিনতে পারবেন। দর্শকরা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরেবাংলা স্টেডিয়াম এর এক নম্বর গেট থেকে টিকেট কিনতে পারবেন। এছাড়াও ভুতে টিকেট বিক্রি হবে । ঢাকা চট্টগ্রাম ও সিলেটে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 46 টি ম্যাচ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top