বিপিএল এ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে ?
বাড়ানো হলো বিপিএলের প্রাইজমানি চ্যাম্পিয়ন দল এবার কত টাকা পাবে রানার্সআপট দল এবার কত টাকা পাবে জানতে চাইলে সম্পূর্ণ আটিকেলটি পড়ুন। বিপিএলের নবম আসর শুরু হতে আর কয়েকদিন বাকি রয়েছে।
6 জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের । তার আগে আসলো বড় ঘোষণা প্রাইজমানি বাড়ানো হচ্ছে এবারের টুর্ণামেন্টে ।
গত আসরে চেয়ে এবার চ্যাম্পিয়ন এবং এক নম্বর দল দ্বিগুণ অর্থ পাবেন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের অর্থ বাড়বে প্রায় পাঁচ গুণের মত ।
শনিবার মিরপুরে বিসিবি কার্যালয় মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে চার কোটি।
এর মধ্যে শীরপা জয়ী দল পাবে দুই কোটি এবং রানারআপ দল পাবে এক কোটি। একটি টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল এক কোটি রানারআপ ফরচুন বরিশাল পেয়েছিল 50 লাখ টাকা । এবার দুটি পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হলো বিপিএলের ।