বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা
এখন পর্যন্ত বিপিএলে রান সংগ্রহের তালিকায় কে কত নাম্বার রয়েছে জানতে চাইলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো । এক নাম্বারে যে আছে জানলে আপনারা কিছুটা হলেও অবাক হবেন। নাম্বার সিক্স সাকিব-আল-হাসান বিপিএলে রান সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে । বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । সাকিবাল হাসান 1767 রান করেছে, স্টাইকরেট 101.7 40 এবং তার নামের পাশে রয়েছে আটটি হাফসেঞ্চুরি।
বিপিএলে রান সংগ্রহকারী পাঁচ নম্বরে রয়েছে এনামুল-হক-বিজয়। বিপিএলে এখনো অনুমতি ইনিংসে ব্যাটিং করে এনামুল-হক-বিজয় 68 রান সংগ্রহ করেছে। যেখানে কোন সেঞ্চুরি করতে পারেননি তিনি ।
নাম্বার 4 রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে দুইবার ইমরুল কায়েস । এখন পর্যন্ত 91 টি ম্যাচে ব্যাটিং করেছে ইমরুল কায়েস । যেখানে ব্যাট হাতে করেছেন 970 রান । কোন সেঞ্চুরি করতে না পারলে নয়টি হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। স্টাইকরেট তার 107.30 ।
তৃতীয় স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ । বিপিএলে এখন পর্যন্ত 80টা ইনিংসে ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদ 2075 টি রান সংগ্রহ করেছে। কোন সেঞ্চুরি না করতে পারলেও দশটি হাফ সেঞ্চুরি করেছে । এবং তার স্টাইকরেট 120.121 ।
নাম্বার 2 বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 90 ইনিংস ব্যাটিং করে মুশফিকুর বিপিএলে 2525টি রান সংগ্রহ করেছেন। মুশফিকুর রহিম স্ট্রাইকরেট 133.50 । সেঞ্চুরি না করতে পারলেও ষোলটি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম । সর্বোচ্চ অপরাজিত 98 রান বিপিএল ম্যাচে।
নাম্বার ওয়ান তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 78 টা ইনিংসে ব্যাটিং করে তামিম ইকবাল বিপিএলে 2628টি রান সংগ্রহ করেছে । স্ট্রাইকরেট 122.90 । সেঞ্চুরি করেছে দুটি হাফ সেঞ্চুরি করেছে 23টি। সর্বোচ্চ অপরাজিত রান 141 ।