চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ কবে কখন দেখে নিন?
নতুন বছরে আবারও পর্দা ওঠার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও একটি আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্টাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসর।
সাত দলের ৪২ দিনের ক্রিকেট উৎসবে মাঠে গড়াবে মোট ৪৬টি ম্যাচ। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে। এলিমিনেটরের আগ পর্যন্ত দিনে ও রাতে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। যথারীতি ঢাকা পর্ব দিয়েই শুরু হবে এবারের বিপিএল।
দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাতটায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দর্শকদের কথা বিবেচনায় নিয়ে ম্যাচ শুরুর সময় সামান্য পিছিয়েছে বিসিবি। শুক্রবার দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ৩০ থেকে। রাতের ম্যাচগুলোও কিছুটা বিলম্বে শুরু হবে সপ্তাহের এই দিনে, ৭টার পরিবর্তে ৭টা ১৫ থেকে মাঠে গড়াবে সেই ম্যাচগুলো।
৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিপিএল।