এবারের বিপিএলে কোন দল কত কোটি টাকা খরচ করল?

এবারের বিপিএলে কোন দল কত কোটি টাকা খরচ করল?

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল । বিপিএলের আসন্ন মৌসুমে দলগুলো আগামী মৌসুমের জন্য নিজেদের পছন্দমতো ক্রিকেটার কে বেছে নিতে পেরেছে। এছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারদের দলে নিয়েছে সবগুলো দল। সব মিলে তাদের মোটা অংকের টাকা খরচ হয়েছে । 

বিপিএল 2023 মৌসুমে কোন দল কত টাকা খরচ করল । এবারের বিপিএলে সবচেয়ে বেশি খরচে দল গড়েছে সাকিবের দল ফরচুন বরিশাল। বাংলাদেশী ক্রিকেটারদের পিছনে তিন কোটি 60 লক্ষ টাকা খরচ করেছে বরিশাল। এছাড়া বিদেশি ক্রিকেটারদের পিছনে বরিশালের খরচ 90 হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় 90 লক্ষ টাকার সমান। সবমিলিয়ে বরিশালের খরচ প্রায় চার কোটি 50 লক্ষ টাকা। যার দলের মধ্যে সর্বোচ্চ গতবারের রানার্স-আপ বরিশাল । 


Which team spent how many crores in this year's BPL? BPL 2023 Players Draft

এবার আটঘাট বেঁধেই মাঠে নামছে শিরোপার জন্য তারপর খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা দমিনাটরস বেশ আলোচিত এই দল খরচ করেছে। এবারের আসরে দেশের ক্রিকেটারদের পিছনে ঢাকার খরচ 2 কোটি 50 লক্ষ টাকা। অন্যদিকে বিদেশী ক্রিকেটারদের পিছনে এক লক্ষ আশি হাজার মার্কিন ডলার খরচ করেছে তারা যা বাংলাদেশী টাকায় 1 কোটি 80 লক্ষ টাকার সমান। সব মিলিয়ে এবারের বিপিএলে ঢাকার খরচ 4 কোটি 30 লক্ষ টাকা । 

এরপর খরচের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি ক্রিকেটারদের পিছনে কুমিল্লা ঢেলেছে তিন কোটি 65 লক্ষ টাকা। শুধু দেশের ক্রিকেটার হিসাব করলে অবশ্য এটি সর্বোচ্চ । এবারের বিপিএলে বিদেশি নামীদামী ক্রিকেটারকে আগে ধরে টেনে ছিল কুমিল্লা। সেখানে তাদের খরচ হয়েছে 50 হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকার সমান। সব মিলিয়ে এবারের বিপিএলে কুমিল্লার সর্বমোট খরচ দাঁড়িয়েছে চার কোটি 15 লক্ষ টাকায় । খরচের দিক থেকে দলের তালিকায় চতুর্থ অবস্থানে আছে খুলনা টাইগার্স । সর্বমোট 3 কোটি 80 লক্ষ টাকা খরচ করেছে তামিম ইকবালের দল।

ক্রিকেটারদের পিছনে খুলনার খরচ 2 কোটি 80 লক্ষ টাকা । অন্যদিকে বিদেশী ক্রিকেটারদের পিছনে খুলনা খরচ করেছে এক লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় এক কোটি টাকা সমান । 

এরপরের অবস্থানে আছে সিলেট স্ট্রাইকার্স । কখনো বিপিএলের শিরোপার স্বাদ না পাওয়া সিলেট এবারের বিপিএলে মোট তিন কোটি 70 লক্ষ টাকা খরচ করেছে । বাংলাদেশী ক্রিকেটারদের পিছনে সিলেটের খরচ 3 কোটি 10 লাখ টাকা। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের পিছনে তারা খরচ করেছে 60 হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় 60 লক্ষ টাকার সমান। বিপিএলে সিলেটের খরচ 3 কোটি 70 লক্ষ টাকা । 

এরপরের অবস্থানে আছে রংপুর রাইডার্স । বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান এর দল এবারের বিপিএলে সবচেয়ে বেশি সক্রিয় ছিল । দেশি ক্রিকেটারদের কিছু নেতারা খরচ করেছে দুই কোটি 55 লাখ টাকা । এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের পিছনে তারা খরচ করেছে 60 হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা।

এবারের বিপিএলে রংপুর খরচ করেছে তিন কোটি 15 লক্ষ টাকা। এবার থেকে সবচেয়ে কম খরচে দল করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । দেশের ক্রিকেটারদের পিছনে দুই কোটি 25 লক্ষ টাকা খরচ করেছে চট্টগ্রাম। অন্যদিকে বিদেশিদের পিছনে দলটি খরচ করেছে 50 হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় 50 লক্ষ টাকা সমান । সব মিলিয়ে এবারের বিপিএলে 2 কোটি 75 লক্ষ টাকা খরচ করেছে চট্টগ্রাম। 6 জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের নবম আসর ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top