Messi’s last World Cup 2022

কাতারেই মেসির শেষ বিশ্বকাপ | মেসি এনে দিতে পারবেন শেষ বিশ্বকাপ ?

Messi's last World Cup 2022


লোভনীয় একটা ম্য়াচের অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। মেসির জন্য প্রস্তুত ছিল ক্রোয়েশিয়া শিবির। নানা পরিকল্পনাও প্রস্তুত ছিল তাদের। তবে কোনও পরিকল্পনাই টিকে রইল না। কারণ মেসি যে আর একা নন। মেসির কাঁধে কাঁধ মেলাতে এই দলে বাকিরাও রয়েছেন। এ দিন মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

নকআউট পর্বে ক্রোয়েশিয়ার দু’টি ম্যাচেই টাইব্রেকার গিয়েছিল, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকার পর্যন্ত ম্যাচ গড়ায়নি। নির্ধারিত সময়ের মধ্যেই ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ২০১৪ সালের পরে ২০২২ সালে বিশ্বকাপের ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লুসাইল স্টেডিয়ামে   । মেসির ম্যাজিকে ম্লান হয়ে গেল লুকা মদ্রিচের লড়াই।

২০১৪ সালের পরে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসি দল। এদিন ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল আর্জেন্টিনা। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি।

কাতার বিশ্বকাপই হবে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কাতারে আর্জেন্টিনা একটু একটু করে এগিয়েছে। কাতারে কি সত্যিই শেষ বিশ্বকাপ মেসির? কাল রাতে সেমিফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন করা হয়েছিল কোচ লিওনেল স্কালোনিকে। আর্জেন্টিনা কোচ নিজেও তখন কিছু নিশ্চিত করতে পারেননি। 

অবশেষে নিশ্চিত করলেন মেসিই। আর সে কথা শুনে আর্জেন্টাইন সমর্থকদের মন খারাপ হওয়াই স্বাভাবিক। আগামী রোববারের ফাইনালই বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ। মেসি কি পারবেন শেষ বিশ্বকাপটা দর্শকদের উপহার দিতে? প্রশ্নটা উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। আগামী রবিবার রাত 9টায় কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top