আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান হেড টু হেড-শক্তিতে কে এগিয়ে?
৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে লিওনেল মেসির নেতৃত্বে পা রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সব ঝড় ঝাপ্টা কাটিয়ে বিশ্বকাপের ফাইনালে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। তাকে ঘিরেই সকল পরিকল্পনা সাজিয়েছে দলটি। অন্যদিকে এক ঝাঁক তরুণ তারকায় গড়া ফ্রান্স। ফ্রান্স বর্তমানে শক্তির দিকে থেকে উড়ন্ত ফর্মে রয়েছে।
এতোমধ্যে কাতার বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। এই দুই দলের মধ্যে কোন দল এগিয়ে? হেড টু হেড লড়াইয়ের পরিসংখান কি বলছে, আর্জেটিনা ও ফ্রান্স দল দুটির মধ্যে কোন দল বেশি শক্তিশালী? কাতার বিশ্বকাপ ২০২২ এ শিরোপার লড়াইয়ে টিকে থাকা দল গুলোর মধ্যে অন্যতম দুটি দল হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর্জেন্টিনা ও ফ্রান্স এই পযর্ন্ত 12টি ম্যাচে খেলেছিল। যার মধ্যে আর্জেন্টিনা 6টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে ফ্রান্স 3টি ম্যাচে জয় লাভ করেছে। বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে।
আর্জেন্টিনা ও ফ্রান্স দুইটি দলই বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ১৯৮৬ সালে। আর অন্যদিকে ফ্রান্স সর্বশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান এই দুই দলের প্রথম খেলা অনুষ্ঠিত হয় ১৯৩০ সালের ১৫ জুলাই। আর সেবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে দিয়ে জিতে যায়।
বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হয়েছে মোট তিন বার। এর মধ্যে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। সেটাও গত রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে ৩-৪ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মেসিদের হারিয়ে ওই আসরের শিরোপা ঘরে তুলে নেয় ফরাসিরা। পরিসংখ্যান বিচার করলে দুটি দলই শক্তিশালী।
ফ্রান্স এবং আর্জেন্টিনা তাদের যোগ্যতা দেখিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তবে শক্তির বিচারে এগিয়ে থাকবে আর্জেন্টিনা । আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস ও টফিতে। দর্শক কাতার বিশ্বকাপের ট্রপিটি কার হাতে উঠবে? আপনার উত্তর জানাতে ভুলবেন না।