ব্রাজিলই জিতবে কাতার বিশ্বকাপ

ব্রাজিলই জিতবে কাতার বিশ্বকাপ

চলছে ফুটবলের শ্রেষ্ঠত্বের জমজমাট লড়াই। এ মহাযজ্ঞের গ্রুপ পর্ব শেষে সেরা ষোলোর লড়াইও সমাপ্ত হয়েছে। কাতারে এখন পর্যন্ত বিশ্বকাপ খুব চমৎকার ভাবে হচ্ছে। বেশ কিছু ছোট দল দারুণভাবে জয় পেয়েছে। আবার অনেক দল দুর্ভাগ্যজনক ভাবে হেরেছে। এসবই ফুটবলের সৌন্দর্য, এজন্যই ফুটবল অনিশ্চয়তার খেলা। আসর যত এগোবে, ছোট দলের সম্ভাবনা ততই কমে আসবে আর যেসব দল অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসতে পেরেছে এবং নিজেদের কৌশল বিশ্বকাপের ছন্দের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে তারাই শেষ পর্যন্ত টিকে থাকবে।


শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এবার দলগুলো কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালের আটটি দল হলো: ক্রোয়েশিয়া, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস ও মরক্কো। এই আট দলের মধ্যে শিরোপা জিতবে কে? যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ফাইভথার্টিএইটের মতে, এবার শিরোপা জেতার সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


তাদের ধারেকাছেও নেই লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বজয়ের মহারণে মাঠ কাঁপাতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মাঝে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল ফ্যা’ন্সদের জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে কে জিতবে বিশ্বকাপ ।এই নিয়ে বিভিন্নজন করেছেন ভবিষ্যদ্বাণী। কারো মতে লিওনেল মেসির আর্জেন্টিনা এবার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার,, কেউ বা বলছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কথাও। কারো কাছে শোনা যাচ্ছে বিশ্বকাপের শিরোপা নিজেদের কাছেই ধরে রাখবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ব্রাজিলকে পরিষ্কার ফেবারিট হিসেবে রায় দিয়েছে ফাইভথার্টিএইট।


প্রতিষ্ঠানটি হিসাব করে বের করেছে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ৩৩ শতাংশ। নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে দাঁড়াতেই দেয়নি। প্রথমার্ধেই ৪ গোল করে ৪-১ ব্যবধানের জয় তুলে নেয়। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট। অর্থাৎ এই ম্যাচ থেকে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৭ শতাংশ।


আর সেমিফাইনাল থেকে ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করে প্রতিষ্ঠানটি। আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ। আর্জেন্টিনাও নিজ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠে আসে। সেখানে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। মেসিদের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮ শতাংশ।


সেখান থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা ২৪ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট। তো দর্শক এবারের শিরোপা জিতবে কোন দল? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top