কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
আসন্ন কাতার বিশ্বকাপের আগে উড়ন্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা ।২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি চারটা বিশ্বকাপ খেলেছেন। তবে একবারও লিওনেল মেসি তার দলকে বিশ্বকাপ উপহার দিতে পারেননি । ২০১৪ বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০১৪ সালে বিশ্বকাপের খুব কাছে গিয়েও বিশ্বকাপ স্বপ্ন সত্যি করা হয়নি মেসির।
২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে কাতারে মেসি খেলবেন তার পঞ্চম বিশ্বকাপ। তবে এবার বিশ্বকাপকে পাখির চোখ করেছেন তিনি। এটা মেসির শেষ বিশ্বকাপ হতে পারে তাই এবারের বিশ্বকাপে মেসি ভালো খেলবে প্রত্যাশা করা যায়। ৩৬ বছর বয়সী মেসির ফুটবল খেলার তেজ একটুও কমেনি। মেসি তার পায়ের জাদু দেখিয়ে এবার আর্জেন্টিনাকে এনে দেবেন বিশ্বকাপ ট্রফি। মেসি আগের আসরগুলোতেও জিততে চেস্টা করেছিল, তবে এবার সে তার সঙ্গে দারুণ একটা দল পাচ্ছে।
১৯৯০ সালের পর থেকে আর কোনো বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার । তবে যে সময়টা পেরিয়ে গেছে তাতে আরও দুটো কাপ বেশি জেতা উচিত ছিল আর্জেন্টিনার। এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। আর্জেন্টিনার দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো।
আগুনে ফর্মে থাকা আর্জেন্টিনা এখনও পর্যন্ত টানা ৩৩ ম্যাচ অপরাজিত । ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। বন্ধুরা এবারের বিশ্বকাপ কে জিতবে ?