Argentina vs Saudi Arabia Match 2022

হার দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু:

Argentina vs Saudi Arabia Match 2022


বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে  এসেছিল আর্জেন্টিনার দল।  কিন্তু বিশ্বকাপের শুরুটা যে দু:স্বপ্নের সাথে ভাগাভাগি করে নিতে হবে, তা কখনো কল্পনাও করতে পারেনি মেসি ও ডি মারিয়ারা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিদের। দুর্বল রক্ষন আর অফসাইডের শিকারের কারণে, আরব দেশটির সামনে দাঁড়াতে পারল না আর্জেন্টিনার দল। তবে এবার হার দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে মেসিরা। দলটি টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেছে। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।


তবে আর্জেন্টিনার শুরুটা ভালো হলেও শেষটা মোটেও ভালো ছিল না। জয়ের উদ্দেশ্যে নেমে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। এর পরবর্তীতে তিনটি গোল হওয়ার পরেও অফসাইডের কারণে গোল তিনটি বাতিল করা হয়েছে। তবে লুসাইল স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনার দল। ৭০ ভাগ বল ছিল মেসিদের পায়ে কিন্তু তাতেও গোলের সাড়া পাননি তারা। সব মিলিয়ে ১৫ বার আক্রমণ করে আর্জেন্টিনা কিন্তু একটিতেও গোলের দেখা পায়নি তারা। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও সৌদি আরব তাদেরকে কোন রকম ছাড় দেয়নি। 

৩৬ ম্যাচ অপরাজিত থেকে সৌদি আরবের কাছে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনা দলের। কে জানত আজকে সৌদি আরবের বিপক্ষে অঘটন ঘটে যাবে আর্জেন্টিনার। শক্তিশালী দলের সাথে জিতে সৌদি আরব বিশ্ব মঞ্চে তাদের রেকর্ড করে নিয়েছে। তবে আর্জেন্টিনার এইরকম হার প্রথম নয়। এই নিয়ে ছয় বার পরাজয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনার দল। খেলার ৪৮ ও ৫২ মিনিটের মাথায় অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে 2-1 গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর বারবার আক্রমণ করার পরেও ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

আর্জেন্টিনার মত ফেভারিট দলকে স্তব্ধ করে বিশ্বকাপের মঞ্চে বড় অঘটনের ইতিহাস জন্ম দিয়েছেন সৌদি আরব। রেংকিং এ ৫১ নম্বরে থাকা দল সৌদি আরবের বিপক্ষে ড্র এর বিকল্প ছাড়া আর কিছু ভাবা যায় না। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টোদিকে, আর্জেন্টিনার মত ফেভারিট টিমকে ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে সৌদি আরব।  এবারই মেসির শেষ বিশ্বকাপ, তাই এবারের বিশ্বকাপটা মেসির হাতে উঠুক আর্জেন্টিনা দর্শকরা তাই আশা করছেন। কিন্তু এমন হারের পর আর্জেন্টিনা দর্শক সমর্থকদের মনে একটু হতাশার জন্ম দিয়েছে। এবারের বিশ্বকাপে কি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারবে। নাকি প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। আর্জেন্টিনার সামনে আরো দুটি ম্যাচ রয়েছে।


27 নভেম্বর মেক্সিকোর বিপক্ষে এবং 1 ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ম্যাচগুলোতে আর্জেন্টিনা কি তাদের দুর্দান্ত ফর্মে ফিরতে পারবেন নাকি প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাবে। তার উত্তর জানার জন্য পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আপনি কি মনে করেন কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন । ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top