আর্জেন্টিনা নাকি ব্রাজিল ? কে ফেভারিট?
এবারের বিশ্বকাপে সেরা হবে কোন দল আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এমন প্রশ্ন যদি ফুটবল প্রেমিদের করা হয়, তাহলে উত্তর পেতে বেশি সময় লাগবে না। যার যার নিজের দলই সেরা হবে এটাই স্বাভাবিক। তবে এমন প্রশ্নে একদল বলবে ব্রাজিল আর একদল বলবে আর্জেন্টিনা।
২০১৮ বিশ্বকাপের শেষ আটে, বেলজিয়ামের কাছে হেরে, থেমে যায় ব্রাজিলের অভিযান। তবে প্রত্যাশিত ছিল না নেইমারের পারফরম্যান্সও। পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙ্গে, প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেন নেইমার। পাঁচ ম্যাচ খেলে দুইটি গোল করেছেন তিনি।
টুর্নামেন্টে একের পর এক ফাউলের শিকার হন তিনি। রেফারির সহানুভূতি পেতে নাটকিয়ভাব দেখিয়ে দারুণ সমালোচিত হন পিএসজির এই ফরোয়ার্ড। এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে নেইমার নিজেকে মেলে ধরবেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ লুক্সেমবুর্গো। তবে ধারণা করা যাচ্ছে নেইমার পরবর্তী বিশ্বকাপে সেরা খেলোয়াড় হবে। কাতার বিশ্বকাপে ফেভারিট দল ব্রাজিল। আর নেইমার রয়েছে দূদার্ন্ত পর্মে। তাই এবারের কাতার বিশ্বকাপে তুলনামূলক পারর্ফমেন্স করবেন বলে আশা করা যায়। তবে এবার মেসিকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতবেন নেইমার।
অন্যদিকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালটা কখনোই ভুলবেন না লিওনেল মেসি। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে সেদিন জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মেসি হারিয়েছেন তার সেরা হওয়ার দারুণ এক সুযোগ। আপ্রান চেষ্টার পরেও তিনি বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারেননি ।
তবে আর্জেন্টিনার সেই পরাজয়ের পর থেমে থাকেনি মেসির ফুটবল। কিন্তু এরপরও অনেক ঘটনা ঘটে গিয়েছে, দুটি কোপা শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। হতাশায় মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন, এরপর আবার দলে ফিরেছেন। আর্জেন্টিনার তিনজন কোচও বদল হয়েছেন। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বটা বিবর্ণ গেলেও শেষ পর্যন্ত চূড়ান্তপর্বের টিকিট কাটতে পেরেছে আর্জেন্টিনা।
2014 সালের সেই ম্যাচের সব ভয় আর দুশ্চিন্তা পেছনে ফেলে এসেছে আর্জেন্টিনা। এবার দলের পুরো আবহাওয়াটাই পাল্টে গেছে আর্জেন্টিনার। ফুটবলে নতুন করে আর কিছু প্রমাণ করার নেই মেসির। ক্লাব ফুটবলে সব ট্রফিই জিতেছেন তিনি। ব্যক্তিগত অর্জনও করেছেন অনেক। অপূর্ণতা রয়েগেছে একটাই, দেশের হয়ে কোনো শিরোপা জিততে না পারা।
আর একদিন পরেই 2022 কাতার বিশ্বকাপের মিশন শুরু হবে। এবারের কাতার বিশ্বকাপে মেসির পায়েই স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা। ঘোচাতে চাইছে ২৪ বছরের শিরোপা বন্ধ্যত্ব। কাতার বিশ্বকাপে কে সেরা হবে তা অবশ্য সময়ই বলে দিবে। তার আগে আপনার মতে কে সেরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষন পাশে থাকার জন্য।