মেট্রোরেল এর সময়সূচি

মেট্রোরেল এর সময়সূচি

 

চোখের সামনেই স্বপ্ন ছোঁয়ার হাতছানি । দীর্ঘদিন যানজটে নাকাল নগরবাসী। মেট্রোরেল শেষ মুহূর্তে এসে এই পথে চলছে । সময়ের সাথে রঙ মিলিয়ে নেয়া হচ্ছে খুঁটিনাটি হিসেবগুলো । অপেক্ষার পালা শেষ এখন শুধু উদ্বোধনের আনুষ্ঠানিকতা।

Metro Rail Time Schedule

 

Advertisements

মেট্রো রেল যোগাযোগে খতিয়ান এমনটাই নয় এর মাধ্যমে এই নগরে অর্থনীতির চাকা সচল হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষে আগেই জানিয়েছে একেবারে প্রথম ধাক্কাতেই পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছেন না তারা। সে ক্ষেত্রে কেমন হবে প্রথম পর্বের যাত্রা ডিএমটিসিএল জানিয়েছে প্রাথমিক পরিকল্পনা আছে দিনে সর্বোচ্চ চার ঘন্টা ট্রেন চালানোর। একটি ট্রেনে সর্বোচ্চ 200 যাত্রী চলাচল করবে । প্রথমে উত্তরা থেকে আগারগাও সরাসরি সার্ভিস দিবে mrt-6 আপাতত থামবে না অন্য আর কোন স্টেশনে।

কর্মসূচিতে থেকে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত সর্বোচ্চ চার ঘন্টা প্রথমদিকে কোন স্টেশনে দাঁড়াবে না । উত্তরা উত্তর থেকে যাত্রা শুরু করবেন একটা নাগাদ চালু করবে। এই ট্রেনগুলো 10 মিনিট পরে পরে চলবে যদিও দশ দিন পর পর বদল হবে পরিকল্পনা। সবকিছু নির্ভর করবে যাত্রী চলার অভ্যস্ততার উপর । তবে সব পাট চুকিয়ে আসছে বছরের 26 শে মার্চ পূর্ণ অপারেশনে যেতে চায় কর্তৃপক্ষ।  আমাদের বিশ্বাস বাণিজ্যিক যাত্রার প্রথম দিন থেকেই স্টেশনে মিলবে এমআরটি 5.

Advertisements

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top